কবে দেশে ফিরছেন নিজেই জানালেন তারেক রহমান

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫,

৩ পৌষ ১৪৩২

Radio Today News

কবে দেশে ফিরছেন নিজেই জানালেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১১, ১৭ ডিসেম্বর ২০২৫

Google News
কবে দেশে ফিরছেন নিজেই জানালেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বরই দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ মুখে দেশে ফেরার ঘোষণা দিয়ে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির বিজয় দিবসের আলোচনায় বলেন, তিনি বিদায় নিতে এসেছেন। একইসঙ্গে আসন্ন নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

মঙ্গলবার যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এসময় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়ে তারেক রহমান বললেন, বিদায় নিতে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।

এসময় তিনি কথা বলেন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে। জানান, আগামী নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘ঐক্যবদ্ধ থাকলেই আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। ঐক্যবদ্ধ থাকলেই আমরা বাংলাদেশে জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারবো।’

আগামীর দেশ গঠনে খাদ্য, চিকিৎসা ও তরুণদের কর্মসংস্থানসহ নানা পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠন করতে চান।

তিনি বলেন, ‘নির্বাচনের এ সুযোগটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্সের সুযোগ না কিন্তু। আগামী যে সুযোগ আসছে সেটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও পরিচালনায় ছিলেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। এসময় হলজুড়ে হাজারো নেতাকর্মীর ভিড় ছিল।

২৫ ডিসেম্বর বিমানবন্দরে কর্মী সমর্থকদের না যেতে অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, এতে বিশৃঙ্খলা তৈরি হবে পাশাপাশি দেশ ও দলের সুনাম ক্ষুণ্ণ হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের