দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনা ও নিশের ‘মেহেন্দি’ গানে নাচলেন বলিউড তারকা নোরা ফাতেহি। সম্প্রতি নোরা ফাতেহির সঙ্গে নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানজয়। ক্যাপশনে লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’
গানের তালে হালকা মেজাজে নোরা ফাতেহিকে নাচতে দেখা গেছে, তাঁকে সঙ্গ দেন সানজয়।
ইনস্টাগ্রামে নোরার নাচের ভিডিওতে হাজার হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে। পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি জুড়ে দেন নোরা ফাতেহি।
ভিডিওটি দেখে অনেকে মুগ্ধতার কথা লিখেছেন। কেউ কেউ লিখছেন, নোরাকে বাংলা গানে নাচতে দেখা ভালো লাগছে।
৫ ডিসেম্বর ‘মেহেন্দি’ গানের ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে গানের ভিডিও চিত্রে কনা, নিশ, সানজয়, সুনেহরা তাসনিমসহ আরও অনেকে নেচেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

