আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তিন দিনের ভারত সফরে এসেছে। প্রথমদিন কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সময় দিয়েছেন যুবভারতীর আয়োজনে।
মেসির সঙ্গে সাক্ষাৎ করতে ব্যক্তিগত বিমানে কলকাতায় উড়ে আসেন ভারতের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। তার সঙ্গে ছোট ছেলে আবরাম ছিল। তারা ফ্রেম বন্দী হয়েছেন। টুইটারে প্রকাশিত এক ছবিতে ফ্রেমে লুইস সুয়ারেজকেও দেখা গেছে।
ভক্তরা যে দৃশ্যে মন্তব্য করেছেন, বলিউড তারকা যখন ফুটবলের সর্বকালের সেরা মেসির সঙ্গে ফ্রেমবন্দী হন। একটা ফ্রেমের পুরোটাই তারার দ্যুতি। অন্য ভক্ত লিখেছেন- সিনেমা জগতের রাজা সঙ্গে ফুটবলের সর্বকালের সেরার সাক্ষাৎ। কিংবদন্তিসম ছবি। 'টিম শাহরুখ খান' নামের টুইটার একাউন্ট থেকে ভিডিও প্রকাশ করে 'ঐতিহাসিক' মুহূর্ত আখ্যা দেওয়া হয়েছে।
শুক্রবার ভারতের সময় রাত আড়াইটায় কলকাতায় পা রাখেন মেসি। বিমানবন্দরের গেট দিয়ে যখন তিনি বের হচ্ছেন রাত বাজে ৩.২২ মিনিট। তখনো নজিরবিহীন ভিড়, তা সামাল দিতে কড়া নিরাপত্তা বেষ্টনি। মেসি বের হতেই সমর্থকরা স্লোগান শুরু করেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাসে মাতেন তারা। এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসিসহ আর্জেন্টিনা দল।
যুবভারতীর অনুষ্ঠান সেরে বিমানবন্দরের দিকে যাত্রা করেন মেসি। দুপুর ২টার বিমানে হায়দরাবাদে যাওয়ার কথা তার। সেখানে সন্ধ্যা ৭টায় উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচের সময় মেসি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী রিভন্ত রেড্ডিকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা।
১৪ ডিসেম্বর মুম্বাইয়ে সেলিব্রিটি ফুটবল ম্যাচ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট ও চ্যারিটি ফ্যাশন শো আছে। ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎতের কথা রয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি। অরুন জেটলি স্টেডিয়ামে ইভেন্ট এবং মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হবে মেসির ভারত সফর।
রেডিওটুডে নিউজ/আনাম

