খরায় দীর্ঘদিন ধরে সংকটে থাকা সোমালিয়ার জনগণের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। সোমবার সোমালিয়া দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ।
এসময় রাষ্ট্রদূত ওয়াং বলেন, সোমালির খরা মোকাবিলা ও মানবিক সহায়তার প্রচেষ্টায় চীন ভবিষ্যতেও পাশে থাকবে।
সোমালিয়া দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার মোহামুদ মোয়াল্লিম আবদুল্লে জানান, চীনের অনুদান ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, চীনসহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে দ্রুত ও কার্যকরভাবে সহায়তা পৌঁছানো যায়।
জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে সোমালিয়ার অন্তত ৪৪ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়তে পারে। পাশাপাশি ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১৮ লাখ ৫০ হাজার পাঁচ বছরের কম বয়সী শিশু অপুষ্টিতে ভোগার ঝুঁকিতে রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

