পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে উত্তর-পূর্ব চীনে অবস্থিত তাছিং কুলোং তেলক্ষেত্র থেকে এক বছরে দশ লাখ টন তেল উৎপাদন করা হয়েছে।
শুক্রবার চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এ তথ্য জানিয়েছে। হেইলংচিয়াং প্রদেশের তাছিং শহরের সোংলিয়াও অববাহিকার উত্তরাংশে অবস্থিত তেলক্ষেত্রটি ২ হাজার ৭৭৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
ভূঅভ্যন্তরে পাথরের স্তরে তৈরি হয় শেল তেল। প্রচলিত তেলের মজুদ কমে গলে এই তেল ব্যবহার করে অনেক বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে, পাথরের ভেতর থেকে এই তেল বের করে আনা বেশ কঠিন।
রেডিওটুডে নিউজ/আনাম

