শাংহাইয়ে পুনর্বাসন রোবট ভাড়া সেবা চালু

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শাংহাইয়ে পুনর্বাসন রোবট ভাড়া সেবা চালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ১১ ডিসেম্বর ২০২৫

Google News
শাংহাইয়ে পুনর্বাসন রোবট ভাড়া সেবা চালু

প্রবীণদের পুনর্বাসনে সহায়তা করতে সঙ্গী রোবটকে ভর্তুকিযুক্ত পুনর্বাসন সরঞ্জামের তালিকায় যুক্ত করেছে শাংহাই প্রশাসন। ফলে বয়স্করা এখন বেশ কম খরচে এসব ডিভাইস ভাড়া নিতে পারবেন।

সোমবার রিহ্যাবিলিটেশন অ্যাসিসটিভ ডিভাইস রেন্টাল ক্যাটালগ-এর ২০২৫ সংস্করণ প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালে পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই সেবার নতুন তালিকায় আধুনিক প্রযুক্তিনির্ভর আরও স্মার্ট ও উন্নতমানের পুনর্বাসন ও বয়স্কসেবা ডিভাইস অন্তর্ভুক্ত হয়েছে।

শহরের এমন একটি কেন্দ্রের এক কর্মী জানান, দুই মাসের ন্যূনতম ভাড়ার খরচ ৯২০ ইউয়ান হলেও সরকারের ভর্তুকি প্রাপ্তির পর ব্যবহারকারীকে দিতে হয় ৪৬০ ইউয়ান।
নতুন ক্যাটালগে যোগাযোগ ও তথ্য-সহায়ক ডিভাইসও যুক্ত করা হয়েছে। মাসিক ৮০ ইউয়ান ভাড়ায় প্রবীণরা ছোট সঙ্গী রোবট নিতে পারবেন, যা কথাবার্তা চালানোর পাশাপাশি নোট রাখে এবং সময়মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়।

বর্তমানে শাংহাইয়ে পুনর্বাসন সহায়ক ডিভাইসের ২২৮টি কমিউনিটি রেন্টাল পয়েন্ট রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের