বৈজ্ঞানিক গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমছে চীনের

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বৈজ্ঞানিক গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমছে চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬, ৭ ডিসেম্বর ২০২৫

Google News
বৈজ্ঞানিক গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান কমছে চীনের

চীন ও যুক্তরাষ্ট্র ১১টি প্রধান বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণা ফ্রন্টে যৌথভাবে শীর্ষে রয়েছে। সামগ্রিক পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র অল্প ব্যবধানে এগিয়ে আছে। বুধবার প্রকাশিত ‘রিসার্চ ফ্রন্টস ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউটস অব সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ও ন্যাশনাল সায়েন্স লাইব্রেরি এবং বৈশ্বিক বিশ্লেষণ সংস্থা ক্ল্যারিভেট।

২০১৯ থেকে ২০২৪ সালের সবচেয়ে বেশি উদ্ধৃত গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণ করে তৈরি এ প্রতিবেদনে দেখা যায়—পৃথিবী বিজ্ঞান, ক্লিনিক্যাল মেডিসিন, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান–অ্যাস্ট্রোফিজিক্স এবং গণিত—এই পাঁচ ক্ষেত্রের গবেষণায় প্রথম অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র মৌলিক গবেষণায় এগিয়ে থাকলেও চীনের সঙ্গে ব্যবধান দ্রুত কমছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোয় চীন–যুক্তরাষ্ট্রের পাশাপাশি এগিয়ে যাওয়ার প্রবণতা আরও দৃঢ় হয়েছে। দ্বিতীয় সারিতে রয়েছে যুক্তরাজ্য ও জার্মানি, আর পঞ্চম স্থানে কানাডা।

কৃষি, উদ্ভিদ–প্রাণী বিজ্ঞান, পরিবেশ–পরিবেশবিদ্যা, রসায়ন ও উপাদান বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, তথ্যবিজ্ঞান এবং অর্থনীতি–মনোবিজ্ঞানসহ সামাজিক বিজ্ঞানের নানা ক্ষেত্রে স্পষ্ট নেতৃত্ব দেখিয়েছে চীন। তুলনামূলকভাবে দুর্বল ক্ষেত্র—যেমন ক্লিনিক্যাল মেডিসিন ও জ্যোতির্বিজ্ঞান–অ্যাস্ট্রোফিজিক্স—এ চীন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম হলেও আগের তুলনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

ক্ল্যারিভেটের সহ–সভাপতি ইমানুয়েল থিভো চীনের অগ্রগতির প্রশংসা করে বলেন, গত কয়েক দশকে গবেষণা ও উদ্ভাবনে চীন যে অগ্রগতি করেছে তা অভূতপূর্ব। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, গত ১১ বছরে সর্বাধিক উদ্ধৃত প্রায় ৭,০০০ গবেষকের তালিকায় চীনের মূল ভূখণ্ড দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের