অভিনেত্রী আশনা হাবিব ভাচনা। ছোটপর্দা থেকে বড়পর্দা-দুই মাধ্যমেই কাজ করছেন। এবার সামাজিকমাধ্যমে মন্তব্য করে নতুন করে আলোচনায় তিনি।
বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘প্রতারক পুরুষ’ ও ‘বিশ্বাসঘাতকতা’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ভাবনা। যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম বা কোনো ঘটনার উল্লেখ করেননি।
পোস্টে ভাবনা লিখেছেন, 'একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে, কিন্তু আল্লাহ তা একসময় প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সবকিছুই দেখেন, যা সে দেখতে পায় না।'
প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছেন, 'নারীটির অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, তার কান্নার সময়ে পুরুষটির ভান করা নিশ্চুপ স্বাভাবিক আচরণ-সবকিছুই।'
ভাবনা মনে করেন, চালাকির আশ্রয় নিয়ে কেউ সাময়িকভাবে সত্য আড়াল করলেও শেষমেশ সেই মুখোশ খুলেই যায়। তার ভাষায়, 'একজন পুরুষ ভাবতে পারে যে সে এতটা বুদ্ধিমান যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য।'
পোস্টে ভাবনা লিখেছেন, 'বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে ঘটে, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, সেটি শাস্তি নয়; সেটি উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।'
২০১৫ সালে ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন আশনা হাবিব ভাবনা। এরপর নিয়মিত নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৭ সালে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন। এরপর অভিনয় করেছেন আরও বেশ কিছু সিনেমায়।
রেডিওটুডে নিউজ/আনাম

