সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি সম্প্রতি তাদের কন্যা সন্তান সারায়াহ মালহোত্রার নাম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সেই খুশির আবহের মধ্যেই সোমবার(৮ ডিসেম্বর) মুম্বইয়ে দেখা মিলল কিয়ারার। সন্তান জন্মের প্রায় ছয় মাস পর এটাই তার প্রথম জনসম্মুখে উপস্থিতি।
ঢিলেঢালা পাউডার-ব্লু শার্ট ও ডেনিম শর্টস পরে এক বিজ্ঞাপনের শুটে পৌঁছান অভিনেত্রী। স্বাভাবিক, মিষ্টি হাসি আর আভিজাত্যে ভরা উপস্থিতিতে মুহূর্তেই তিনি হয়ে ওঠেন সকলের নজরের কেন্দ্রবিন্দু। পাপারাজ্জি তার মেয়ে সারায়াহর খোঁজ করলে কিয়ারা উষ্ণ হাসিতে হাতের ইশারায় জানান মেয়ে খুব ভালো আছে।
ঢিলেঢালা পাউডার-ব্লু শার্ট ও ডেনিম শর্টস পরে এক বিজ্ঞাপনের শুটে পৌঁছান অভিনেত্রী। স্বাভাবিক, মিষ্টি হাসি আর আভিজাত্যে ভরা উপস্থিতিতে মুহূর্তেই তিনি হয়ে ওঠেন সকলের নজরের কেন্দ্রবিন্দু। ছবি: সংগৃহীত
ঢিলেঢালা পাউডার-ব্লু শার্ট ও ডেনিম শর্টস পরে এক বিজ্ঞাপনের শুটে পৌঁছান অভিনেত্রী। স্বাভাবিক, মিষ্টি হাসি আর আভিজাত্যে ভরা উপস্থিতিতে মুহূর্তেই তিনি হয়ে ওঠেন সকলের নজরের কেন্দ্রবিন্দু। ছবি: সংগৃহীত
কিয়ারাকে এভাবে আবার দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভরে ওঠেন। কেউ লিখেছেন, ডেলিভারির কয়েক মাসের মধ্যেই এমন লুক, অবিশ্বাস্য। আরও কেউ মন্তব্য করেন, নেচারাল গ্ল্যাম কুইন। অনেকে তার দ্রুত ফিটনেসে ফিরে আসাকে অবাক হয়ে প্রশংসা করেছেন।
কিছুদিন আগেই কিয়ারা–সিদ্ধার্থ তাঁদের কন্যার নাম সারায়াহ জানিয়ে লিখেছিলেন, প্রার্থনা থেকে আমাদের কোলে, আমাদের দেবদূত, আমাদের রাজকন্যা সারায়াহ মালহোত্রা। সঙ্গে ছিল নবজাতকের ছোট্ট মোজা পরা পায়ের ছবি। এই খুশির মুহূর্তে করণ জোহর, বরুণ ধাওয়ান, মনীশ মালহোত্রা, সঞ্জয় কপূরসহ বহু সেলিব্রিটি তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

