সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড তারকা কৃতি শ্যানন

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড তারকা কৃতি শ্যানন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ৭ ডিসেম্বর ২০২৫

Google News
সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বলিউড তারকা কৃতি শ্যানন

সৌদি আরবের জেদ্দায় চলমান রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শুক্রবার হাজির ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন। উৎসবে এক ইন্টারঅ্যাকটিভ সেশনেই তিনি অংশ নেন এবং নিজের অভিনয়জীবনের শুরুর দিকের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। 

সেশনে কৃতি একটি বিশেষ মুহূর্ত স্মরণ করেন-ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সেটে থাকার সেই সময়। তিনি বলেন, তখন নিজেকে “একেবারে নতুন, কিছুই জানি না-এমনই একজন” মনে হতো।

আলোচনাটি সামনে আসে তখন, যখন দর্শকসারির একজন জানান যে তিনিও শাহরুখের সঙ্গে কাজ করেছেন। এ প্রসঙ্গেই কৃতি ফিরে যান রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ সিনেমার শুটিং-সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিতে।

তিনি শাহরুখ খানকে ‘অত্যন্ত ভদ্র ও সদয়’ বলে উল্লেখ করে বলেন, ‘চিভ্যাল্রি এখনও মরেনি।’ কৃতি আরও বলেন, “তিনি যখন কারও সঙ্গে কথা বলেন, পুরো মনোযোগ দিয়ে কথা বলেন। তিনি বুদ্ধিদীপ্ত, রসিক, আর সেটের প্রতিটি মানুষকে সম্মান করেন।”

তার এই স্মৃতিচারণে দর্শকেরা দারুণ সাড়া দেন। পুরো সেশনজুড়ে করতালি ও উচ্ছ্বাসে ছিল প্রাণময় পরিবেশ।

কৃতি জানান, তার ইন্ডাস্ট্রিতে প্রবেশ মোটেও পরিকল্পিত ছিল না। প্রকৌশল শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় মনোযোগী থাকলেও নিজের আসল আগ্রহ ঠিক কোথায়—তা খুঁজছিলেন। হবি হিসেবে মডেলিং শুরু করেন, কিছুদিনের মধ্যেই করেন টিভি বিজ্ঞাপন, আর সেখান থেকেই সিনেমার প্রস্তাব আসে।

তিনি বলেন, ‘কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয়। আপনার শুধু সচেতন থাকতে হবে এবং যেটা আপনার জন্য ঠিক, সেই সুযোগটাকে চিনতে হবে।’

এর আগের দিন, বৃহস্পতিবার একই উৎসবে এক খোলামেলা আলাপচারিতায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর বসেছে এবার। চলবে  ১৩ ডিসেম্বর পর্যন্ত।  বিশ্বের নানা দেশের মোট ১১১ সিনেমা এবারের আয়োজনে অংশ নিয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের