থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার নতুন সীমান্ত সংঘাত বন্ধ করতে ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, একটি ফোনকলেই এই যুদ্ধ থেকে যেতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পেনসিলভানিয়ায় এক জনসভায় তিনি বলেন, 'দুঃখজনকভাবে, কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাত আজই শুরু হয়েছে। আগামীকাল আমাকে ফোন করতে হবে। আর কে বলতে পারে, আমি একটি ফোন করে দুটি অত্যন্ত শক্তিশালী দেশ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছি...।'
গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশীরা একে অপরকে দোষারোপ করেছে। দেশ দুটি কয়েক মাস ধরে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান নিয়ে এখনো মতবিরোধে জড়াচ্ছে।
ট্রাম্পের হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে থাই সরকারের একজন মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত বলেন, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য উপযোগী নয়।
অন্যদিকে কম্বোডিয়ান সরকারের মুখপাত্র পেন বোনা জানান, তাদের অবস্থান একই যে, তারা কেবল শান্তি চান এবং কেবল আত্মরক্ষার জন্য কাজ করেছেন।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য অনুকূল নয়।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তাদের দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত।
রেডিওটুডে নিউজ/আনাম

