পাবনায় ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত, বাবা হাসপাতালে

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

পাবনায় ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত, বাবা হাসপাতালে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৫, ১১ ডিসেম্বর ২০২৫

Google News
পাবনায় ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে মেয়ে নিহত, বাবা হাসপাতালে

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোছা. জোবায়রা খাতুন (৮) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. জিন্নাহ আলী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত জোবায়দা খাতুন বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটি শেষে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জিন্নাহ আলী। পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় জোবায়রা। গুরুতর আহত অবস্থায় জিন্নাহ আলীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রাকটি আটক করে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. এজাজ আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের