আগামী পাঁচ বছরে চীন বিদেশি পর্যটকদের জন্য সেবায় আরও সুবিধা বাড়ানো বৃদ্ধি করবে এবং দেশে চীনে ভ্রমণকে আরও সহজ করে তুলবে চীন।- বল এমন ঘোষণা দিয়েছেন দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সুনসান ইয়েলি।
২০২৬–৩০ সময়কালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চীন ভিসা, কর ফেরত ট্যাক্স রিফান্ড, আবাসন ও পরিবহন–ন সংক্রান্ত সেবাগুলো চীনে আরও উন্নত করহবে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, চীন উচ্চমানের ইনবাউন্ড পর্যটন পণ্য ও রুট তৈরি করবে, পর্যটনভিত্তিক ভোক্তা ক্লাস্টার গড়ে তুলবে এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম চালু করবে।
এখন পর্যন্ত চীন ২৯টি দেশের সঙ্গে পারস্পরিক ভিসামুক্ত চুক্তি করেছে এবং ৪৮টি দেশের নাগরিকদের একতরফাভাবে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দিচ্ছে। ২৪০ ঘণ্টার ভিসা–মুক্ত ট্রানজিট নীতির আওতায় থাকা প্রবেশবন্দর এখন ৬৫টিতে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ভ্রমণকে উল্লেখযোগ্যভাবে সহজ করেছে।।
চীনের ক্রমাগত পরিমার্জিত ইনবাউন্ড ভ্রমণ নীতিগুলো ইতোমধ্যে উল্লেখযোগ্য ফল দিয়েছে—আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বৃদ্ধি করেছে এবং বিশ্বের সঙ্গে জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও শক্তিশালী করেছে।
এ বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশি নাগরিকরা চীনে ভিসা–মুক্ত নীতির আওতায় ৭.২ লাখ ৪৬ হাজার মিলিয়নবার ভ্রমণ করেছেন—, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮.৩ শতাংশ বেশি।
রেডিওটুডে নিউজ/আনাম

