বৈশ্বিক মাদকবিরোধী চ্যালেঞ্জ মোকাবিলায় সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। শুক্রবার এক বক্তব্য চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।
মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার বুসানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া বৈঠকে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে যে সমঝোতা হয়, তা বাস্তবায়নে দুই পক্ষ আন্তরিকভাবে কাজ করছে এবং এরইমধ্যে সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও চীনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা হচ্ছে। দুই দেশের বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ টিমগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে অগ্রগতি বিনিময়সহ ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে।
চীন আশা প্রকাশ করে, গঠনমূলক সম্পর্ক বজায় থাকলে বৈশ্বিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও বড় সাফল্য অর্জন সম্ভব হবে এবং এর সুফল পাবে পুরো আন্তর্জাতিক সমাজ।
রেডিওটুডে নিউজ/আনাম

