ভিসা-মুক্ত সুবিধার আওতায় চলতি বছরে এখন পর্যন্ত উত্তর চীনের থিয়েনচিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে ৮০ হাজারের অধিক বিদেশি নাগরিক চীনে এসেছেন। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এই বিমানবন্দর দিয়ে প্রবেশ ও বহির্গমনকারী যাত্রী পারাপারের সংখ্যা ১০ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে।
শিল্প পর্যবেক্ষকদের মতে, এই বিদেশি যাত্রীরা বিভিন্ন উদ্দেশ্যে এসেছেন, যার মধ্যে রয়েছে পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চাকরি এবং পরিবারের সঙ্গে দেখা করা।
রেডিওটুডে নিউজ/আনাম

