চীনের শানতোং প্রদেশের ছিংতাও বন্দরে নিয়মিত কার্যক্রম শুরু করেছে দেশটির প্রথম হাইড্রোজেন-ইলেকট্রিক টাগবোট। সামুদ্রিক লজিস্টিকস ও বন্দর পরিচালনায় পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
টাগবোটটি হাইড্রোজেন ফুয়েল সেল ও লিকুইড-কুলড লিথিয়াম ব্যাটারির সমন্বয়ে তৈরি হাইব্রিড সিস্টেমে চলে। ঘণ্টায় ৯ নটিক্যাল মাইল গতিতে টানা ১২ ঘণ্টার বেশি চলতে পারে এটি।
ছিংতাও বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টাগবোটটি বছরে প্রায় দেড় হাজার টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাবে। এর পৃথক হুইলহাউস ও ডুয়েল কন্ট্রোল স্টেশন রয়েছে। পাশাপাশি রয়েছে চীনের তৈরি বেইতৌ নেভিগেশন সিস্টেম ও ইন্টেলিজেন্ট চার্জিং সুবিধা।
রেডিওটুডে নিউজ/আনাম

