সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভের ঘটনায় চার কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয় এলাকা থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে বলেন, কর্মকর্তা সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর, সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নিজামুদ্দিন এবং আরও একজন অজ্ঞাত ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজসহ অন্যান্য প্রমাণ যাচাই করে দেখা হবে—কার কতটুকু দায় রয়েছে।
“স্পটে যারা আইন ভেঙেছে, তাদের মধ্য থেকে বেছে বেছে কয়েকজনকে আটক করা হয়েছে। অবস্থা অব্যাহত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে,”—বলেন সানা শামীনুর।
সচিবালয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই এলাকা। “এখানে কোনো ধরনের সভা–সমাবেশ বা মিটিংয়ের অনুমতি নেই। সার্কুলার অনুযায়ী সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যমুনা এলাকাসহ এসব স্থানে সমাবেশ নিষিদ্ধ।”
তিনি আরও জানান, গত দুই দিন কর্মচারীদের বুঝিয়েও কোনো ফল হয়নি। “তারা প্রশাসনের কথা শোনেনি, বরং অব্যাহতভাবে হুমকি–ধমকি দিয়েছে। অর্থ উপদেষ্টাকে জিম্মি করে কি কোনো ভিন্ন খাতে আন্দোলন প্রবাহিত করার চেষ্টা হয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে টানা ছয় ঘণ্টা ‘সচিবালয় ভাতা’র দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ের কর্মচারীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশের বিশেষায়িত ইউনিট হস্তক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। রাত ৮টার দিকে পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা।
রেডিওটুডে নিউজ/আনাম

