তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫,

২৭ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৭, ১১ ডিসেম্বর ২০২৫

Google News
তফসিল ঘোষণার পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবিদাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে বলে জানান শফিকুল আলম।তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ছোড়া হয়নি বলেও জানান তিনি।

প্রেসসচিব বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধু টিয়ারশেল এবং গরম পানি দেওয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি।দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’

আগামীকাল মেট্রো রেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবিদাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে।’

উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসসচিব।

প্রেসসচিব শফিকুল আলম জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে এবং এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের