রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১০ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ৯ ডিসেম্বর ২০২৫

Google News
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

রাশিয়ার ইভানোভো অঞ্চলে মঙ্গলবার পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের কোনো আরোহীই জীবিত নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় গণমাধ্যম এর আগে জানিয়েছিল, ওই বিমানে সাতজন আরোহী ছিলেন।

দেশটির তদন্ত কমিটি জানিয়েছে, তারা উড্ডয়ন প্রস্তুতির নিয়মকানুন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে।

কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘৯ ডিসেম্বর ২০২৫-এ পরীক্ষামূলক উড্ডয়নের সময় ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। বিমানে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন।’

তবে এতে বিমানে মোট কতজন আরোহী ছিলেন, তা উল্লেখ করা হয়নি। এর আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছিল, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, মেরামতের কাজ শেষ হওয়ার পর এই ফ্লাইটটি চালানো হচ্ছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আজ ইভানোভো অঞ্চলে মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় একটি এএন-২২ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘বিমানটি একটি জনবসতিহীন এলাকায় বিধ্বস্ত হয়েছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ইভানোভো অঞ্চলটি মস্কোর পূর্বে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ঘটনার সঙ্গে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কোনো যোগসূত্র রয়েছে বা কিয়েভের জড়িত থাকার কোনো অভিযোগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলা অভিযানের সময়ে দেশটিতে সামরিক তৎপরতা ও গতিবিধি বেড়ে যাওয়ায় রাশিয়ায় সামরিক পরিবহন ও সরঞ্জাম জড়িত দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের