গুলিবিদ্ধ হাদির স্বজনদের খোঁজ নিলেন জুবাইয়দা রহমান

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

গুলিবিদ্ধ হাদির স্বজনদের খোঁজ নিলেন জুবাইয়দা রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৮, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৬, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
গুলিবিদ্ধ হাদির স্বজনদের খোঁজ নিলেন জুবাইয়দা রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইয়দা রহমান।

শুক্রবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে  তিনি হাদির সজনদের খোঁজখবর নেন।

এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও ডাক্তার আমানও উপস্থিত ছিলেন।

এর আগে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাদি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে— তার রিকশার পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিটি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দুই-একটি অংশ এখনো মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের