মিয়ানমারে পাচারের পথে সেন্টমার্টিনের অদূরে সিমেন্ট ও লুঙ্গিসহ আটক

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

মিয়ানমারে পাচারের পথে সেন্টমার্টিনের অদূরে সিমেন্ট ও লুঙ্গিসহ আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
মিয়ানমারে পাচারের পথে সেন্টমার্টিনের অদূরে সিমেন্ট ও লুঙ্গিসহ আটক

সাগরপথে মিয়ানমারের পাচারকালে সেন্টমার্টিনের অদূরে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে সিমেন্ট ও বার্মিজ লুঙ্গি পাচারের সময় ২২ জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই রাতে রাত ১২টায় একই এলাকায় আরেকটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে ১২০০ পিস বার্মিজ লুঙ্গি (মূল্য প্রায় ১২ লাখ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের