ওসমান হাদি কেমন আছেন জানালেন চিকিৎসক

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ওসমান হাদি কেমন আছেন জানালেন চিকিৎসক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
ওসমান হাদি কেমন আছেন জানালেন চিকিৎসক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।

হাদীর রাজনৈতিক সহকর্মীরা জানান, তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুইজন অস্ত্রধারী কাছে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেকে নেওয়া হয়। সহকর্মীরা জানান, তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, বিষয়টি সম্পর্কে তারা খবর পেয়েছেন এবং ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। টিম নিশ্চিত করলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নির্বাচন আসার আগে এই গুলিবর্ষণকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। তদন্তের স্বার্থে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের