নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে: সালাহউদ্দিন

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২২, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্যে দিয়ে ঘটেছে।’

আজ (বৃহস্পতিবার, ডিসেম্বর ১২) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল নয় চব্বিশের গণঅভ্যুত্থান, সাড়ে ১৫ বছরের সমষ্টিগত ফল।’

একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘ধর্ম বিক্রি করে নয় পরিকল্পিত পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি।’

শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় যাদের ইতিহাস দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের