বিএনপির টিকিট চান সাবেক দুই উপদেষ্টা

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বিএনপির টিকিট চান সাবেক দুই উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৬, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
বিএনপির টিকিট চান সাবেক দুই উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁদের দুজনের প্রথম পছন্দ বিএনপি। সে লক্ষ্যে তাঁরা আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো তাঁদের ব্যাপারে বিএনপি থেকে সবুজ-সংকেত মেলেনি।

এ ক্ষেত্রে বিকল্প আলোচনায় আছে গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে তাঁরা কোনো দলে যোগ দেবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সূত্র জানায়, সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ (ধানমণ্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তারা পদত্যাগের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এখন মাহফুজ ও আসিফ কোন দল থেকে নির্বাচন করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, গত সোমবার অনেকটাই নীরবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় দেখা করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই সময় তিনি একাই এসেছিলেন। তিনি বিএনপি থেকে ঢাকা-১০ আসনে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন।

তবে দল থেকে এ ব্যাপারে সবুজসংকেত মেলেনি। এর পর থেকে তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যোগাযোগ বাড়ান। আর মাহফুজ আলমের ব্যাপারে বিএনপি কিছুটা নমনীয় থাকলেও নির্বাচনী আসনের হিসাব মেলাতে পারছে না।

সূত্র জানায়, বিএনপির সঙ্গে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করছে। গত ৮ ডিসেম্বর বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তাঁর দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন।

ওই দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাত হোসেন সেলিমকে দলে বরণ করে নেন। এ সময় আমীর খসরু বলেন, ‘সেলিমের যোগদান লক্ষ্মীপুর-১ আসনে দলের নির্বাচনী প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে।’

শাহাদাত হোসেন সেলিম গতরাতে কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আমার যোগদানের দিন তা আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজেই বলেছেন। আমি দীর্ঘদিন ধরে এই আসনে কাজ করছি। বিএনপির নেতাকর্মীরাও আমাকে বরণ করে নিয়েছেন। এই আসনে আমার বিজয় অনেকটাই সুনিশ্চিত।’ 

অন্যদিকে গত ৮ ডিসেম্বর বিএনপি দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করে। সেখানে ঢাকা-১০ আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি আগে থেকেই ওই আসনে প্রচার চালিয়ে যাচ্ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। গত বুধবার তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগ কার্যকর হয়।

জুলাই আন্দোলনের দল হিসেবে এনসিপি নেতাদের সঙ্গে মাহফুজ আলম ও আসিফ মাহমুদের ঘনিষ্ঠতা ছিল। দলটিতে তাঁদের প্রভাবও ছিল। তবে কয়েক মাসে আসিফের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক মাসগুলোতে এনসিপিতে মাহফুজের প্রভাবও কমে এসেছে। এসব কারণে মাহফুজ ও আসিফ এনসিপিতে না আসার সম্ভাবনা বেশি। তবে অন্য কোনো দলে যোগ না দিলে শেষ ভরসা হিসেবে তাদের জন্য এনসিপি খোলা থাকবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

গতকাল রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ কালের কণ্ঠকে বলেন, ‘আসিফ মাহমুদের সঙ্গে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে। তিনি আমাদের দলে আসতে আগ্রহী। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান। ওই আসনে এখনো আমাদের প্রার্থীও চূড়ান্ত হয়নি। তবে আসিফ মাহমুদ গণঅধিকার পরিষদে এলে সাবেক উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হিসেবে সম্মানজনক জায়গাই রাখা হবে।’

মাহফুজ ও আসিফের ঘনিষ্ঠ সূত্র জানায়, যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, ফলে এখন আর খুব বেশি সময় নেই। একটা সিদ্ধান্তে আসতে হবে। যেহেতু একাধিক দলের সঙ্গে আলোচনা চলছে, তাই তারা কোন দল থেকে নির্বাচন করবেন, সে সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই জানা যাবে। তবে তাদের স্বতন্ত্র নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে। তারা কোনো না কোনো দল থেকেই নির্বাচন করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের