নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৭:১৯, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামছেন। 

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এসংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। 

এ জন্য আচরণবিধি প্রতিপালনে প্রতি উপজেলা-থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের