‘আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি’

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫,

২৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

নিহত শিশু সাজিদের বাবা

‘আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৪, ১২ ডিসেম্বর ২০২৫

Google News
‘আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি’

রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে মৃত্যু হয় দুই বছরের শিশু সাজিদের। পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় বাড়ির পাশের মাঠে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিহত সাজিদের বাবা রাকিব উদ্দীন সংবাদমাধ্যমের কর্মীদের বলেন, ‘আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে, আমি তাতেই সন্তুষ্ট। সঠিক যেটা, সেটা আমাকে দেবে। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। আমার কিছু করণীয় নাই। এখন শুধু দোয়া করা লাগবে। যেহেতু আল্লাহই দিয়েছেন, আল্লাহই নিয়ে গেছেন। কিন্তু অবহেলা (গর্ত বন্ধ না করায়) হয়েছে, এটা একমাত্র অবহেলা। এ ছাড়া আর কিছু না।’

তিনি বলেন, ‘যারা হাউজিং (গর্ত) করেছে, এটা তাদেরই কাজ। তারা না করলে সমস্যা হবে কেন? পাইপের মুখে তারা অন্য কিছু দিত, একটা বস্তু দিত বা পাইপের মুখ বেঁধে রাখত বা তারা যদি একটা নিশানা দিত। তারা কিচ্ছু দেয়নি। এ ঘটনায় আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে আমি তাতেই সন্তুষ্ট।’

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের