সফলভাবে নতুন যোগাযোগ প্রযুক্তি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার রাতে সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শিয়ান-২২ নামের এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
বেইজিং সময় রাত ১১টা ০৮ মিনিটে শিয়ান-২২ স্যাটেলাইটটি লং মার্চ-৩বি ক্যারিয়ার রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় এবং পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে।
স্যাটেলাইটটি মূলত যোগাযোগ, ডাটা ট্রান্সমিশন, রেডিও ও টেলিভিশন সম্প্রচারসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিগত পরীক্ষা ও যাচাই কার্যক্রমে ব্যবহার করা হবে।
এবারের উৎক্ষেপণ ছিল লং মার্চ সিরিজ রকেটের ৬১৫তম মিশন।
রেডিওটুডে নিউজ/আনাম

