মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

Radio Today News

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪১, ১৬ ডিসেম্বর ২০২৫

Google News
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

এসময় তিনি দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের অবসান অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দেয়ার প্রেরণা যোগায়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমেও সেই প্রেরণা অগ্রসর হয়। গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, শরিফ ওসমান হাদির ওপর যে হামলা; সেটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত।’

তিনি বলেন, ‘নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তাদের সাহায্য করতে পারবে না; তাই, নির্বাচনের আগে তাদের ফিরতে হবে। কেউ দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। পরাজিত শক্তি কোনোদিন ফিরতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনকে কার্যকর নিরপেক্ষ করতে বেশকিছু রদবদল করা হয়েছে। নিরাপদ ও নির্ভীক মনে প্রতিটি ভোটারকে ভোট দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।’

এসময় উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সরকারের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে আলোচনা করে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের