মুক্তিযুদ্ধের নামে মুজিববাদ চাপিয়ে দিলে এনসিপি কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫ আগস্টের পর দেশে আবারও ধর্মের নামে বিভাজনের রাজনীতি ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির 'আগ্রাসন বিরোধী যাত্রা' কর্মসূচি শেষে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।
আগ্রাসন বিরোধী নামে এই মিছিল বিকেলে বাংলামোটর থেকে শুরু হয়। শাহবাগ, নীলক্ষেত, শহিদ মিনার হয়ে যার শেষ গন্তব্য ছিলো শাহবাগে।
এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনেত অংশগ্রহণে মিছিল বৃহৎ আকার ধারণ করে।
পরে, শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেলেও সার্বভৌমত্ব পাইনি।
সার্বভৌমত্বের লড়াইয়ে এনসিপি লড়াই চলমান রাখবে, এমন দাবিও করেন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম

