ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির সবশেষ শারীরিক পরিস্থিতি জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবির। তিনি বলেছেন, গত দুইদিন ধরে যেমন ছিল (শারীরিক অবস্থা), তেমন একটা পরিবর্তন আসেনি।
তিনি আরও বলেন, আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পরিবার চাইলে বা রাষ্ট্র যদি মনে করে, তাহলে ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করতে পারে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাবির।
তিনি আরও বলেন, সরকারিভাবে যদি পাঠানো হয়, কিছু প্রসিডিউর রয়েছে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে অর্ধকোটি টাকা ধার করে এয়ারক্রাফট ভাড়া করেছে হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। এখন পর্যন্ত সরকার কাছ থেকে কোনো সহায়তা গ্রহণ করেনি।
রেডিওটুডে নিউজ/আনাম

