হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৯ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৬, ১৩ ডিসেম্বর ২০২৫

Google News
হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না : চিকিৎসক

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

তিনি বলেছেন, ‘হাদির চিকিৎসা-সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না।’ 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ারের সামনে ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদযন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুব খারাপ। তাই এককথায় এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে অপেক্ষার সময় আরো দীর্ঘ হতে পারে।’

ডা. আরিফ মাহমুদ আরও বলেন, ‘মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে আছে। তবে ইতিবাচক দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গ এখনো কার্যকর রয়েছে।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারে মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনের পর আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য পরিবারের ইচ্ছায় তাকে হাদিকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের