ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২২, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:২৫, ১৪ ডিসেম্বর ২০২৫

Google News
ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি এ তথ্য জানিয়েছেন।

প্রভিডেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এর আগে শনিবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক বন্দুকধারীর গুলিতে দু’জন শিক্ষার্থী নিহত ও নয়জন গুরুতর আহত হন।

রোববার মেয়রের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্নেল অস্কার পেরেজ বলেন, ওই ব্যক্তিকে সকালে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে এ ঘটনার সঙ্গে জড়িত আর কাউকে খুঁজছে না।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পর আইভি লিগ স্কুলটিতে এক বন্দুকধারী গুলি চালায়। স্কুল কর্তৃপক্ষ ‘বারুস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং-এর কাছে সক্রিয় বন্দুকধারী’ সম্পর্কে সতর্কবার্তা পাঠায়। সেসময় দুটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন রাতের ব্রিফিংয়ে বলেন, ১১ জন ভুক্তভোগীর মধ্যে ১০ জনই শিক্ষার্থী।

মেয়র স্মাইলি জানান, আহত নয়জনের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায়, সাতজন স্থিতিশীল অবস্থায় এবং একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের