সারা দেশে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৭ ডিসেম্বর) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এসব তথ্য জানান।
এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া পরবর্তী দুই দিনে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তেঁতুলিয়ায় তীব্রতা আরও বেড়েছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ছিলো এক অঙ্কে। গত কয়েক দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক জনপদটিতে। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রেডিওটুডে নিউজ/আনাম

