চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত চীনে এক্সপ্রেস ডেলিভারি খাতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই সময়ে দেশটিতে মোট প্রায় ১৮১ বিলিয়ন পার্সেল পৌঁছে দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের স্টেট পোস্ট ব্যুরো।
কর্তৃপক্ষ বলছে, ভোক্তা পণ্যে ছাড় ও বিনিময়ের মতো সরকারি উদ্যোগের কারণে মানুষ নতুন ও উন্নত পণ্য কিনছে। এতে আসবাবপত্র ও গৃহস্থালি যন্ত্রপাতির মতো বড় পণ্যের ডেলিভারি প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
এদিকে কুইচৌ, শায়ানসি ও নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে ডেলিভারির পরিমাণ ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। এক্সপ্রেস ডেলিভারি খাতে এখন রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা, চালকবিহীন গাড়ি ও ড্রোনের ব্যবহার বাড়ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

