চীনের উত্তর মেরু খ্যাত হেইলংচিয়াং প্রদেশে চালু হলো নতুন স্যাটেলাইট ডেটা রিসিভিং স্টেশন। শীতের সময় তাপমাত্রা হিমাঙ্কের বেশ নিচে থাকলেও নিরবচ্ছিন্নভাবে কাজ করবে এটি।
গত শুক্রবার পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করা স্টেশনটি চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের রিমোট সেন্সিং নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ।
উচ্চ অক্ষাংশে থাকার কারণে অঞ্চলটিতে স্থাপিত নতুন কেন্দ্রটি পাচ্ছে কিছু কৌশলগত সুবিধা। মেরু-কক্ষপথকে লক্ষ্য করে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো থেকে আরও বেশি সময় ধরে ডেটা গ্রহণ করতে পারবে এই কেন্দ্র। এতে পর্যবেক্ষণের তথ্যও পাওয়া যাবে বেশি সময় ধরে।
হেইলংচিয়াংয়ের মোহ্য শহর থেকে দুই কিলোমিটার পশ্চিমে থাকা কেন্দ্রটি চীনের সবচেয়ে উঁচু-অক্ষাংশের স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। এখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে।
এখন কেন্দ্রটি কাওফেন ও চিউয়ান সিরিজসহ চীনের ২৫টি জাতীয় ভূমি পর্যবেক্ষণ স্যাটেলাইটের ডেটা গ্রহণ করছে। স্টেশনে স্থাপন করা হয়েছে তিনটি আধুনিক রিসিভিং সিস্টেম, যা এস/এক্স ডুয়াল-ব্যান্ড এবং ডুয়াল-পোলারাইজেশন ডেটা গ্রহণে সক্ষম। সর্বোচ্চ ডাউনলোড গতি সেকেন্ডে দুই হাজার মেগাবিট—যা একটি সাধারণ গিগাবিট হোম নেটওয়ার্কের গতির দ্বিগুণ।
২০২৩ সালের অক্টোবরে পরীক্ষামূলকভাবে চালুর পর থেকে কেন্দ্রটি ৩৩ হাজার ৪১১টি কক্ষপথ-ঘূর্ণনের ডেটা গ্রহণ করেছে। মোট সংগৃহীত ডেটার পরিমাণ ১,৬৫৮ টেরাবাইট ছাড়িয়েছে এবং সফলতার হার ৯৯.৭৯ শতাংশেরও বেশি।
রেডিওটুডে নিউজ/আনাম

