আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে জরুরি সহায়তার আহ্বান চীনের

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৯ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫,

২৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে জরুরি সহায়তার আহ্বান চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ১৩ ডিসেম্বর ২০২৫

Google News
আফগানিস্তানের মানবিক সংকট নিরসনে জরুরি সহায়তার আহ্বান চীনের

আফগানিস্তানের গভীর মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। 

বুধবার নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আফগান সরকারের সঙ্গে আন্তর্জাতিক মহলের গঠনমূলক যোগাযোগ বজায় রাখা এখন আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে।

ফু ছোং বলেন, বিদেশি সহায়তা হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ এবং বিপুল শরণার্থী প্রত্যাবর্তনের কারণে সংকট আরও তীব্র হচ্ছে।

জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানিয়ে ফু বলেন, আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ) প্রধানের শূন্যপদ দ্রুত পূরণে নেতৃত্বগুণসম্পন্ন প্রার্থী মনোনীত করতে হবে, যিনি আফগানিস্তানসহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য।

সন্ত্রাসবাদকে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য ‘মারাত্মক ম্যালিগন্যান্ট টিউমার’ উল্লেখ করে আফগান সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফু। 

জাতিসংঘের মানবিকবিষয়ক উপ–মহাসচিব টম ফ্লেচারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আফগানিস্তানে সহায়তার প্রয়োজন হবে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের—যা বিশ্বে তৃতীয় বৃহত্তম মানবিক সংকট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের