ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

৩০ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫২, ১৪ ডিসেম্বর ২০২৫

Google News
ডাব খেয়ে গাছের ওপরেই ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে গিয়ে উঁচু নারিকেল গাছে উঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন তিনি। নিচ থেকে স্থানীয় লেকজন ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ। হইচই পড়ে আশপাশে, লোকজন জমায়েত হতে থাকে।

একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়ভাবে কৌতুহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় পারভেজ হোসেন জানান, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধি। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি। ফায়ার সার্ভিস তাকে নামানোর পর তিনি বলেন আমি একটা উপরে খেয়েছি। সাতটা নিয়ে এসেছি। জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বললো- আমাদের দেওয়া লাগবে না, এগুলো বিক্রি করে তুমি কিছু খেও।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান, শাহেন শাহ আলী নামে এক ব্যক্তি নারিকেল গাছের চূড়ায় উঠে পড়েন। উঁচুতে বসে তিনি ডাব খায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাকে গাছ থেকে নামার জন্য বলি। তিনি অনঢ় থাকেন। অনেকপরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭ টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের