দক্ষিণ চীনের শেনচেনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ইন্টার্যাকটিভ রোবট শো। দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে তাতে। নানা ধরনের রঙিন প্রদর্শনীতে দেখা গেল চীনের রোবোটিক্স খাত কত দ্রুত এগোচ্ছে এবং কীভাবে নিকট ভবিষ্যতে এই রোবটগুলো সেবাখাতে এনে দিতে চলেছে আমূল পরিবর্তন।
শহরের লোংকাং জেলায় গত সপ্তাহে আয়োজিত শো’টি ছিল চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর বৃহত্তর রোবট এক্সপোর অংশ, যেখানে প্রদর্শিত হয়েছে সর্বশেষ প্রজন্মের হিউম্যানয়েড রোবটসহ নানা উন্নত প্রযুক্তি।
ইভেন্টে দর্শনার্থীরা রোবটের সঙ্গে ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন। রোবটের বানানো আইসক্রিম ও পানীয় চেখে দেখেছেন। সেইসঙ্গে জানতে পেরেছেন এসব প্রযুক্তি কীভাবে দৈনন্দিন জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে পারে।
এক্সপোয় শীর্ষস্থানীয় চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ ন্যানি রোবট নিয়ে এসেছেন।
লোংকাং এরই মধ্যে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘৬এস’ রোবট স্টোর। বিক্রয়, খুচরা যন্ত্রাংশ, সেবা ও জরিপের পাশাপাশি এখানে নতুনভাবে যুক্ত হয়েছে অন-ডিমান্ড লিজ সেবা এবং সম্পূর্ণ কাস্টমাইজড রোবটিক পণ্যের সুবিধা।
লোংকাং জেলা কৃত্রিম বুদ্ধিমত্তা (রোবোটিক্স) প্রশাসনের পরিচালক চাও বিংবিং জানালেন, ‘আমাদের লক্ষ্য হলো সবার হাতে সহজে রোবোটিক্স প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ জেলাটিকে একটি জাতীয় মানদণ্ড হিসেবে গড়ে তোলা।’
সিএমজি আয়োজিত এই ইন্টার্যাকটিভ রোবট শো দেখালো যে বুদ্ধিমান রোবোটিক্স আর ভবিষ্যতের কল্পবিজ্ঞান নয়; বরং আমাদের দৈনন্দিন সেবা ও জীবনযাত্রাকে বদলে দেওয়ার এক বাস্তব শক্তি। আর লোংকাংয়ের উদ্যোগ প্রমাণ করছে—এই খাতে আগামী প্রজন্মের প্রযুক্তি গঠনে ইতোমধ্যেই নেতৃত্বের আসনে আছে চীন।
রেডিওটুডে নিউজ/আনাম

