মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

Radio Today News

মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৩, ১৬ ডিসেম্বর ২০২৫

Google News
মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যারা লড়াই করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে সংগ্রাম করেছিলেন, সেই স্বপ্ন যেন বর্তমান প্রজন্মের মাধ্যমে বাস্তবায়িত হয়।

ভিডিও বার্তায় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে এমন একটি শক্তি নির্বাচিত হোক, যাদের হাতে বাংলাদেশের জনগণের জীবন, সম্পদ ও ইজ্জত নিরাপদ থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সেই নেতৃত্ব আমানতদারির সঙ্গে দেশ পরিচালনা করবে এবং সততা ও স্বচ্ছতার পরিচয় দেবে।

এ সময় তিনি আরও বলেন, তরুণদের প্রত্যাশা অনুযায়ী একটি দেশ উপহার দিতে পারবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবে—এমন শক্তিকেই আগামী নির্বাচনে জনগণ বেছে নেবে বলে তিনি প্রত্যাশা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের