শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

Radio Today News

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩১, ১৬ ডিসেম্বর ২০২৫

Google News
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

দেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা নগরীর জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম।

তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে বিথী কুমিল্লায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে নগরীর জেলখানা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অপরাধ চক্রের সাথে আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের