ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

১ পৌষ ১৪৩২

সোমবার,

১৫ ডিসেম্বর ২০২৫,

১ পৌষ ১৪৩২

Radio Today News

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৫

Google News
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

সোমবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ মামলায় ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করে বাকি আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে মামলাটি রেকর্ড হয়। এছাড়া ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্ট থাকার বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের