মোদির বিজয় দিবসের পোস্টে নেই বাংলাদেশের নাম, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৬ ডিসেম্বর ২০২৫,

২ পৌষ ১৪৩২

Radio Today News

মোদির বিজয় দিবসের পোস্টে নেই বাংলাদেশের নাম, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৪৬, ১৬ ডিসেম্বর ২০২৫

Google News
মোদির বিজয় দিবসের পোস্টে নেই বাংলাদেশের নাম, বললেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’

বাঙালি জাতির মহান বিজয় দিবস আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বাংলাদেশে। দিনটি নিয়ে সকালে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। ওই পোস্টে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। বরং তিনি একে আখ্যা দেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে।

মোদি তার পোস্টে লেখেন, ‘বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প এবং নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল।’

তিনি আরও লেখেন, ‘এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক। তাদের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্ম ভারতীয়দের অনুপ্রাণিত করে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের