রাতের তাপমাত্রা কমবে, পড়তে পারে কুয়াশা

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০৯ ডিসেম্বর ২০২৫,

২৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

রাতের তাপমাত্রা কমবে, পড়তে পারে কুয়াশা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২২, ৯ ডিসেম্বর ২০২৫

Google News
রাতের তাপমাত্রা কমবে, পড়তে পারে কুয়াশা

সারা দেশে আগামীকাল বুধবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘দুইদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিক্ষিপ্তভাবে দুই-একটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচেও নামতে পারে। তবে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা খুব একটা কমবে না। কখনো কিছুটা কমলেও আবার কখনো তা বাড়তে পারে। এ অবস্থা থাকতে পারে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার কিছুদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা।

ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না।  
 
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৪ ডিগ্রি। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১১.৫ ডিগ্রি, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১১.৬ ডিগ্রি ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এসময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের