পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি বেড়ে গেছে। টানা কয়েক দিন ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামার পর গত মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল সকাল রোদের ঝলমলে রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষদের শীতের গরম কাপড় পরতে দেখা গেছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা।
এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, পঞ্চগড়ের দুদিন ১২ ডিগ্রির ঘরে নেমে গেছে। সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
রেডিওটুডে নিউজ/আনাম

