সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপীয়দের মধ্যে চীনের সঙ্গে প্রযুক্তি ও কৌশলগত সম্পর্কের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপের প্রতি যুক্তরাষ্ট্র এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও বেড়েছে।
আইই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর দ্য গভর্নেন্স অব চেঞ্জ’ পরিচালিত ইউরোপিয়ান টেক ইনসাইটস ২০২৫ জরিপে দেখা গেছে, ২০২৩ সালের ১৪ শতাংশ থেকে ২০২৫ সালে ইউরোপীয়দের ২৯ শতাংশ এখন চীনের পাশে থাকার পক্ষে। দক্ষিণ ইউরোপে এই সমর্থন আরও বেশি। স্পেনে ৫২.৮ শতাংশ, ইতালিতে ৩৫ শতাংশ এবং ফ্রান্সে ৩১.৩ শতাংশ মানুষ ইউরোপকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ থাকার পক্ষে।
তবে জরিপে দেখা গেছে, এটি সরাসরি ভূ-রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত নয়। অধিকাংশ ইউরোপীয়ই মনে করেন, মহাদেশটিকে যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে স্বতন্ত্র ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হবে।
জরিপে বয়সভিত্তিক পার্থক্যও স্পষ্ট। ১৮–২৪ বছর বয়সী প্রায় ৪০ শতাংশ লোক চীনের পাশে থাকার পক্ষে, যেখানে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মাত্র ২২.৬ শতাংশ।
অর্থনৈতিক নির্ভরতা কমানোর ক্ষেত্রে জনগণের সমর্থন সীমিত। মাত্র ৩৯.৯ শতাংশ মানুষ বলেন, চীনের ওপর নির্ভরতা কমাতে প্রযুক্তি পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য। ৬০.১ শতাংশ এ ধরনের পদক্ষেপের বিরোধী।
জরিপে ১০টি ইউরোপীয় দেশের তিন হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

