ঢাকাই সিনেমার সোনালি দিনের দুই জনপ্রিয় ও প্রভাবশালী তারকা মৌসুমী ও শাবনূর। দীর্ঘ ক্যারিয়ারে রূপালি পর্দায় তাদের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা, যা দর্শকদের মধ্যে তৈরি করেছিল আলাদা আলাদা ভক্তগোষ্ঠী। তবে পর্দার সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার কথা বরাবরই পরিচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই তারকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত সামনে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন করে উচ্ছ্বাস ও নস্টালজিয়া।
গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতেই অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে অবস্থান করছেন চিত্রনায়ক অমিত হাসান। জানা গেছে, বর্তমানে শাবনূর অমিত হাসানের বাসায় অবস্থান করছেন। জন্মদিন উপলক্ষে প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শাবনূরের যুক্তরাষ্ট্রে আগমনের খবর পেয়ে আবেগ সামলাতে পারেননি মৌসুমী। কয়েক বছর ধরেই তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে একগুচ্ছ ফুল হাতে নিয়ে অমিত হাসানের বাসায় ছুটে যান মৌসুমী। বহু বছর পর মুখোমুখি দেখা হতেই আবেগে ভেসে যান দুই তারকা। হাসি, চোখের জল আর ভালোবাসায় জড়িয়ে ধরার সেই দৃশ্য মুহূর্তেই ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শাবনূর নিজেই। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘অনেক দিন পর মৌসুমী আপুর সঙ্গে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’
ভিডিওটি প্রকাশের পরপরই ভক্তদের পক্ষ থেকে অসংখ্য মন্তব্য ও শুভেচ্ছায় ভরে ওঠে পোস্টটি। অনেকেই এই পুনর্মিলনকে ঢালিউডের সোনালি দিনের স্মৃতির সঙ্গে তুলনা করছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় অমিত হাসানের সঙ্গে। তিনি জানান, শাবনূর অস্ট্রেলিয়া থেকে এসেছেন। আমাদের নিয়মিত যোগাযোগ হলেও সাক্ষাৎ বহুদিন পর হলো। আমরা একসঙ্গে মৌসুমীর জন্মদিন উদযাপন করি। দারুণ একটি পুনর্মিলন ঘটল। আমাদের সবার জন্যই দোয়া করবেন।
প্রসঙ্গত, ১৯৯০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী ও শাবনূর ছিলেন সবচেয়ে আলোচিত দুই নায়িকা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর।
একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ-শাবনূর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, যা তাঁকে দ্রুত শীর্ষ নায়িকার কাতারে পৌঁছে দেয়।
রেডিওটুডে নিউজ/আনাম

