‘গোপন’ সফরে ঢাকায় আতিফ, করছেন প্রাইভেট শো

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

Radio Today News

‘গোপন’ সফরে ঢাকায় আতিফ, করছেন প্রাইভেট শো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৭, ১৮ ডিসেম্বর ২০২৫

Google News
‘গোপন’ সফরে ঢাকায় আতিফ, করছেন প্রাইভেট শো

১৩ ডিসেম্বর ঢাকায় পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কিন্তু নিরাপত্তাজনিত ছাড়পত্র পায়নি আয়োজক প্রতিষ্ঠান। তাই বাতিল হয় কনসার্টটি।

তবে কনসার্ট বাতিল হলেও আতিফের ঢাকা সফর বাতিল হয়নি।  সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা গেছে, ঢাকায় একের পর এক প্রাইভেট কনসার্ট করছেন আতিফ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আতিফ ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্মও করছেন।

‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’ শিরোনামের কনসার্টটি শুরু হয় বিকেল চারটায়। বিশ্ববিদ্যালয়ের মাঠের এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা অংশ নিয়েছেন।

এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোতে পারফর্ম করেন আতিফ। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের এ কনসার্টের ছবি ভিডিও ঘুরছে ফেসবুকে। গতকাল ১৭ ডিসেম্বরও আরেকটি প্রাইভেট শোতে পাকিস্তানের জনপ্রিয় এই গায়কের পারফর্ম করার কথা শোনা গেছে।

১৩ ডিসেম্বর আতিফের কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এই অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে দীর্ঘ মেয়াদে সহায়তায় ব্যয় করা হবে। আতিফ আসলাম ছাড়াও সংগীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ, নেমেসিস ব্যান্ডসহ দেশের আরও শিল্পীদের এই কনসার্টে পারফর্ম করার কথা ছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের