চীন ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

Radio Today News

চীন ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৯, ২২ ডিসেম্বর ২০২৫

Google News
চীন ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের আমন্ত্রণে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কিমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গিল ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি তুলে ধরে জোর দিয়ে বলেছেন, তাঁর সরকার ও জনগণ দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা  এবং নিজের বৈধ অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে এবং কোনো ধরনের হুমকি ও আধিপত্য মেনে নেবে না।

ওয়াং ই বলেন, চীন ও ভেনেজুয়েলা কৌশলগত অংশীদার। পরস্পরকে আস্থায় রাখা ও সমর্থন দেয়া হল দু’দেশের সম্পর্কের সুদীর্ঘের ঐতিহ্য। যে কোন এতদরফা আধিপাত্যের বিরোধিতা করে বেইজিং এবং নানা দেশকে নিজের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষা করতে সমর্থন করে। অন্য দেশের সঙ্গে উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার আধিকার আছে ভেনেজুয়েলার। চীন বিশ্বাস করে আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলার বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষার অবস্থান বোঝে এবং সমর্থন করে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের