গত পাঁচ বছরে প্রথাগত চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা (টিসিএম) বিশ্বব্যাপী উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। এর সফলতা টেকসই করতে আন্তর্জাতিক মানদণ্ডে বৈজ্ঞানিক মূল্যায়ন ও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি। সম্প্রতি এমনটা বললেন ইউরোপীয় টিসিএম সংস্থার সভাপতি রামন মারিয়া ক্যালডাচ।
চায়না ডেইলিকে তিনি বলেন, হেলদি চায়না উদ্যোগ, বিদেশে টিসিএম কেন্দ্র বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফলে এ চিকিৎসার আন্তর্জাতিক উপস্থিতি বেড়েছে। চীন সম্প্রতি সমাজস্তরের সেবা শক্তিশালী করেছে, যেখানে টিসিএম ও পশ্চিমা চিকিৎসা একত্রিত করেও সেবা দেওয়া হচ্ছে।
ক্যালডাচ বলেন, টিসিএম-এর বৈশ্বিক প্রসারে মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈজ্ঞানিক প্রমাণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড তৈরি করা এবং গ্রহণকারী দেশগুলোয় শক্ত নিয়ন্ত্রণ কাঠামো নিশ্চিত করা। তিনি আন্তর্জাতিক গবেষক দলগুলোর সহযোগিতা উল্লেখ করে বললেন, টিসিএম-এর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসারে বাস্তব কার্যকারিতা পরীক্ষার মাধ্যমে গবেষণা করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিলিয়ে নিয়মকানুন ও মানদণ্ড স্থাপন করা হলে তা টিসিএম-এর দায়িত্বশীল সমন্বয় নিশ্চিত করবে।
রেডিওটুডে নিউজ/আনাম

