ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ট্রেনটি হাতির পালের সঙ্গে ধাক্কা খেলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছে, প্রত্যন্ত মিজোরাম রাজ্য থেকে নয়াদিল্লির দিকে যাচ্ছিল ট্রেনটি। এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো যাত্রী আহত হননি।
ভারতের প্রায় ২২ হাজার বন্য হাতির মধ্যে আসাম রাজ্যটিতে ৪ হাজারেও বেশি হাতি বাস করে।
আসামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি এএফপিকে জানিয়েছেন, সাতটি হাতি মারা গেছে এবং একটি হাতি আহত হয়েছে।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেছেন, কর্তৃপক্ষ হাতির করিডোর নির্ধারণ করা এসব রুটে গতি বিধিনিষেধ আরোপ করেছে। তবে সর্বশেষ দুর্ঘটনাটি এই অঞ্চলগুলোর বাইরে ঘটেছে।
তিনি বলেন, 'লোকো পাইলট, হাতির পাল পর্যবেক্ষণ করে জরুরি ব্রেক চেপেছেন। তবে হাতিরা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়।'
হাতিদের আবাসস্থলের কাছে বন উজাড় এবং নির্মাণ কার্যকলাপের কারণে হাতিরা খাবারের জন্য আরও দূরে সরে যেতে বাধ্য হয়। এসব কারণে প্রায়শই মানুষের সঙ্গে তাদের আক্রমণের ঘটনাগুলো ঘটে।
ভারতীয় সংসদীয় পরিসংখ্যান অনুসারে, ২০২৩-২০২৪ সালে ভারতজুড়ে হাতির আক্রমণে ৬২৯ জন নিহত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

